দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ম্যানগ্রোভ ফরেষ্ট ক্লাইমেট চেঞ্জ এবং লাহিভলিহুড প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সেক্টরাল এজেন্সির সাথে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। সভার শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আকমল হুদা বাবুল। আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, কৃষি অফিসার কামরুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, নিমাই চন্দ্র রায়, প্রকল্পের এস এন্ড ডি অফিসার তানভির আহমেদ, দাকোপ উপজেলা ম্যানেজার মিস রওশনারা, কমিউনিটি অর্গানাইজার ইভা বিশ্বাস ও দীপা বিশ্বাস।