আসগর হোসেন সাব্বির : দাকোপে মোট ভোটার ১৩২৯৮০ জন। সকাল ৮ থেকে একযোগে ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়।বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য মতে বেলা ১২ টা পর্যন্ত ভোটার উপস্হিতি গড় ২৪%। অপেক্ষাকৃত নারী ভোটারের উপস্হিতি বেশী লক্ষ্য করা যায়। উপজেলায় মোট ৪৯ টি কেন্দ্রের ৩০৭ টি বুথে ভোট গ্রহন চলছে। সকাল সাড়ে ৮ টায় নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল রামনগর বীনাপানি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ৪ জন সহকারী প্রিজাইডিং এবং ৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। ১ জন এস আইয়ের নেতৃত্বে পুলিশ আনসার মিলে ১৪ সদস্যের নিরাপত্তা বাহিনী কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ ছাড়া ষ্টাইকিং ফোর্স হিসাবে কোষ্টগার্ড ও পুলিশ বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কেন্দ্র পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে নৌকার পাশাপাশি ঈগল ও সোনালী আশ প্রতিকের কিছু এজেন্ট দেখা যায়। তবে লাঙ্গল প্রতিকের কোন এজেন্টের দেখা মেলেনি। এর আগে ভোর সাড়ে ৫ টায় ইউনিয়ন পরিষদের নিরাপত্তা হেফাজত থেকে প্রিজাইডিং অফিসারগন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ব্যালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী গ্রহন করেন। নির্বাচন পরিস্হিতি সম্পর্কে জানতে চাইলে উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জয়দেব চক্রবর্তী বলেন, সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন কার্যক্রম চলমান দেখেছি। তা ছাড়া দায়িত্বরত সকল প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে বলে নিশ্চিত হয়েছি।