আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপের ৪৯ টি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নৌকার বিপুল বিজয় অর্জন। দাকোপে মোট ভোটার ১৩২৯৮০ জন। সকাল ৮ থেকে একযোগে ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়।বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য মতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে অপেক্ষাকৃত নারী ভোটারের উপস্হিতি বেশী লক্ষ্য করা যায়। উপজেলায় মোট ৪৯ টি কেন্দ্রের ৩০৭ টি বুথে ভোট গ্রহন করা হয়। সকাল সাড়ে ৮ টায় নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল রামনগর বীনাপানি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ৪ জন সহকারী প্রিজাইডিং এবং ৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। ১ জন এস আইয়ের নেতৃত্বে পুলিশ আনসার মিলে ১৪ সদস্যের নিরাপত্তা বাহিনী কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ ছাড়া ষ্টাইকিং ফোর্স হিসাবে কোষ্টগার্ড ও পুলিশ বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করে। এ ছাড়া নির্বাহী ম্যাজিষ্টেড নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন। কেন্দ্র পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে নৌকার পাশাপাশি ঈগল ও সোনালী আশ প্রতিকের কিছু এজেন্ট দেখা যায়। তবে লাঙ্গল প্রতিকের কোন এজেন্টের দেখা মেলেনি। এর আগে ভোর সাড়ে ৫ টায় ইউনিয়ন পরিষদের নিরাপত্তা হেফাজত থেকে প্রিজাইডিং অফিসারগন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ব্যালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী গ্রহন করেন। নির্বাচনে দাকোপের সব কয়টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ মনোনীত ননী গোপাল মন্ডল নৌকা প্রতিকে ৭৪১১৩ ভোট পেয়ে বিপুল বিজয় অর্জন করেছেন। তার নিকটতম স্বতন্ত্র ঈগল প্রতিকে প্রশান্ত রায় ১৪৯৬, লাঙ্গল প্রতিকে জাপার কাজী হাসানুর রশিদ ৮৫০ ভোট এবং সোনালী আশ প্রতিকে তৃনমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক পেয়েছেন ৫৫১ ভোট।