ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট এর আওতায় আনা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জনগনকে ভূমি সেবা প্রদান করতে হবে। খুলনা থেকেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার যাত্রা শুরু হবে। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিল্পপতি ও ধনিকশ্রেণি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য লবিং গ্রুপিং চালায়। পরে তারাই ডোনেশনের নামে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে হবে। সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সেবক হয়ে আন্তরিকতার সাথে জনগনের সেবা দিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতিতে জিরো ট্রলারেন্স সকল দপ্তরে বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগের সদস্য বিলবিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, অধ্যক্ষ সমীর কুমার ব্র², অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ আবু দাউদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা তৈয়েবুর রহমান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা সালাম খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াসমিন প্রমুখ।