চ্যানেল 24 এর মেহেরপুর জেলার স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মেহেরপুরের আমঝুপি এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন রাশেদুজ্জামান।
গণমাধ্যমকর্মীর ওপর এ ধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন তারা।