ফুলতলা (খুলনা) প্রতিনিধি// গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ও আলকা গ্রামের মোঃ ফিরোজ মোল্যার পুত্র মাশরাফি (১৬) ক্যানসারে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত ১টায় খুলনা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)। পারিবারিক সূত্র জানায়, ২০২১ সাল থেকে মাশরাফি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়। সেই থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও কোন সুফল পাওয়া যায়নি। সোমবার বাদ জোহর আলকা আল আমিন জামে মসজিদ চত্তরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, শেখ ইকবাল হোসেন, শেখ রওশন আলী, বণিক নেতা এস রবীন বসু, বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো, বিএনপি নেতা সাব্বির হোসেন রানা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শামসুল আলম খোকন, ইউপি সদস্য মহির শেখ, ইমদাদুল হক মিতুল, শহিদুল হোসেন ইদ্রিস আলী মোল্যা, ইকবাল খান, আফজাল হোসেন, জিয়াউর রহমান প্রমুখ। জানাযা পরিচালনা করেন হাফেজ মাওঃ আরমান হোসেন।