ফুলতলা (খুলনা) প্রতিনিধি// তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে খুলনা জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতি নাজমুল বাশার স¤্রাটের উদ্যোগে শুক্রবার বিকালে ফুলতলা মোজাম মহলদার (এম এম) কলেজ ক্যাম্পাসের বিভিন্ন চত্ত¡রে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস মৃনাল হাজরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, আওয়ামীলীগ নেতা এস রবীন বসু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন এহসান ইমু, ছাত্রনেতা আজবর রাজ, মোঃ রায়হান সরদার, বি এম হাবিব, মিরাজুল ইসলাম বাঁধন, ফারদিন মোহাম্মদ ফরহাদ, সৌরভ সেন, রবিন মোল্যা, তৌফিক আহমেদ সাজিদ, মোল্যা হৃত্তিক হোসেন, উল্লাস কুন্ডু, হাসিব বিশ^াস প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ফুলতলাতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছি।