ফুলতলা (খুলনা) প্রতিনিধি// তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেনতনামূলক প্রচার কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতারের আয়োজনে খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে শনিবার সকাল ১০টায় প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন বার্তা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পজেটিভ প্যারেন্টিং শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপস্থাপক সজীব দত্ত, এনজিও কর্মী রতন রায় নিলয়, অভিভাবক স্বপন কর, জেবুন্নেছা হীরা, নাজমুল আনোয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকলেই পজেটিভ প্যারেন্টিং বিষয়ে আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেন, স্কুল গুলোতে মা সমাবেশ ও অভিভাবকদের সচেনতার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক মোঃ আল আমিন খান মুঠোফোনে বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ মানুষ-এরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না। তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকা বিষয়ে সচেতনতা থেকেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। এদিকে উপস্থাপন সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি শীঘ্রই বাংলাদেশ বেতার থেকে প্রচার করা হবে।