ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সম্মিলিত সাংস্কৃতিক জোট ফুলতলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে খোদা বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রবীন শিক্ষাবিদ আলহাজ¦ আনওয়ারুজ্জামান মোল্যা। সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক এস এস কামরুল হাসান নাঈমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উদয়ন নাট্য সংসদের সভাপতি মোঃ ইদ্রিস আলী। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন সুর তরঙ্গের সভাপতি নওরোজ হোসেন মিলু, সাবেক প্রধান শিক্ষক দূর্গেশ হালদার, প্রভাষক গাজী এনামুল হক ফারুক, পবিত্রা হালদার, ঝংকার সঙ্গীত একাডেমির সভাপতি মহিউদ্দিন শিপন প্রমুখ। ফুলতলার ঋষব সাংস্কৃতিক সংঘ, উদয়ন নাট্য সংসদ, ঝংকার সঙ্গীত একাডেমি, সুর তরঙ্গ সংঙ্গীত একাডেমি, আনন্দধারা সাংস্কৃতিক সংঘ নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠিত। পরে তাদের শিল্পীদের পরিবেশনায় নজরুল গীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।