- যশোর বোর্ডের২০২৪সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে মোট ৩৯টি ভুল বানান পরিলক্ষিত হয়েছে । [নিচের ছবিতে সংযুক্ত]
ভুল/অপপ্রয়োগ শুদ্ধ
সময় সময়সীমা
উদাহরণসহ উদাহরণ-সহ
লেখ লেখো
যেকোনো যে-কোনো
উদ্বেগ উদ্বেগ
কর করো
ছোট ছোটো
ছোটছোট ছোটোছোটো
ব্যাসবাক্যসহ ব্যাসবাক্য-সহ
জয় পতাকা জয়পতাকা
কাজল কালো কাজলকালো
বড় বড়ো
বড়ই বড়োই
একই বানান একাধিক স্থানে ব্যবহৃত হওয়ায় মোট ৩৯টি ভুল পাওয়া গেছে ।
বাংলা বানানের জন্য ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’অনুসরণ করার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি । বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ে যদি বানানের অবস্থা এত করুণ দশা হয়, তাহলে অন্যান্য বিষয়ের অবস্থা কত করুণ তা সহজেই অনুমান করা যেতে পারে । পাবলিক পরীক্ষায় ব্যাকরণের শিক্ষকবৃন্দের দ্বারা তৈরি এমন ভুল বানানের প্রশ্নপত্র জাতির জন্য সত্যিই অশনিসংকেত ।
ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থী তথা পরীক্ষার্থীদের কাছে ভুল বানান-সংবলিত প্রশ্নপত্র যেন পৌঁছাতে না পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি ।
লেখকঃ মো.কামরুল হাসান, প্রভাষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি), শামছুলহুদাখাঁনকলেজ
বিদ্যাধরপুর, মহেশপুর, ঝিনাইদহ, 01718624544.