বিজ্ঞপ্তি : খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসায় শিক্ষা ও শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মানোন্নয়নের লক্ষ্যে নূরানী ও ইবতেদায়ী শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মোড়ল খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সাধারণ সম্পাদক,২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজ , তিনি বক্তব্যে মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মানোন্নয়নের লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন, তিনি বলেন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পরিষদ শীঘ্রই বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ, আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়ন,ক্লাস রুম আধুনিকীকরণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরীক্ষা পদ্ধতি, শিক্ষাবৃত্তি চালুসহ একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে, এগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মানোন্নয়ন হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ রফিকুল ইসলাম, অভিভাবকদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমান, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম মোড়ল, প্রফেসর ডঃ মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুনসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ,নূরানী ও ইবতেদায়ী শাখার প্রায় চার শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন এবং মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মানোন্নয়নের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরামর্শ পেশ করেন।