ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা আরেকবার প্রমান করে দিলো যে, জনগনই সকল ক্ষমতার উৎস। অতীতের ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে এবং শান্তি শৃংখলা বজায় রাখতে সকলকে এক যোগে কাজ করতে হবে। দুর্বৃত্তরা কোন দলের বা মতের নয়, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সুযোগ সন্ধানী। পুলিশের পাশাপাশি এলাকাবাসিকে প্রতিটি পাড়া ও মহল্লায় জনগনের জানমালের রক্ষায় এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ফুলতলা থানা চত্বরে শান্তি শৃংখলা রক্ষার্থে অনুষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওসি মোঃ হানিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম আল বেরুনী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্র², ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মোঃ সেলিম সরদার, মনির হাসান টিটো, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, জামায়াত নেতা মাওঃ ওবায়দুল্লাহ ও মাওঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা উল্লাস বিশ্বাস, রাহুল। অনুষ্ঠান চলাকালে কর্মবিরতী পালনকারী পুলিশ কনস্ট্রবলদের ১১ দফা দাবি নামা পেশ করেন ইব্রাহীম মৃধা।