ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আদালতের নির্দেশনা উপেক্ষা করে খুলনার ফুলতলা-ডুমুরিয়ার সীমান্তবর্তী কাটেংগা মৌজার সাড়ে ৪ শতাংশ জমির দখল ও সীমানা পতাকা এবং সরকারি সাইনবোর্ড উপড়ে ফেলেছেন বিবাদি আঃ গফ্ফার সরদার। তাছাড়া তিনি প্রতিনিয়ত বাদি মোঃ নুরুল ইসলাম মোল্যাকে ভয়ভীতি ও হুমকী প্রদান করছেন বলে তার অভিযোগ। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব ফুলতলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, ডুমুরিয়া উপজেলার কাটেংগা গ্রামের মান্দার মোল্যার পুত্র আমির আলী মোল্যা ও কন্যা ছুটু বিবির নিকট থেকে ২০০৮ সালে সাড়ে ৪ শতাংশ জমি ওই গ্রামের হাসেম আলী সরদারের পুত্র আঃ গফ্ফার সরদার ক্রয় করেন। কাটেংগা মৌজার এসএ খতিয়ান নং-২৩৪, দাগ নং-২০৯৫, ২০৯৬ ও ২১১৯, ডিপি-১৪০, সাবেক ২০৯৬ ও হাল ২০৬০ এর ১২ শতক জমির মধ্য থেকে সাড়ে ৪ শতক জমি শরিকের হওয়ায় আদালতে আমানত করা হয়। ২০১২ সালে আদালত থেকে রায় পাওয়ার পর বিবাদি জজ আদালতে আপিল করেন। ২০১৮ সালে জজ আদালতে আপিলেও আমার পক্ষে রায় আসে। কিন্তু দখল না পাওয়ায় ফের আমি দখলের জন্য মামলা করলে বিজ্ঞ আদালত গত ১০ জুলাই সরেজমিনে এসে সার্ভেয়ার জমি মেপে সীমানা প্লার বসিয়ে লাল পতাকা ও সাইনবোর্ড ঝুলিয়ে আমাকে দখল বুঝে দেয়। কিন্তু গভীর রাতে বিবাদি পক্ষ সন্ত্রাসী বাহিনী এনে সীমানা প্লার, লাল পতাকা ও সাইনবোর্ড উপড়ে ফেলে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আদালতের রায় অবমাননা ও বিবাদি আঃ গফ্ফারের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তি এবং নিজ জমির দখল বুঝে পাওয়ার দাবি জানিয়েছেন।