ইউনিক ডেস্কঃ বিক্ষোভের মুখে অফিস ছাড়েন বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা ৷ বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে ডেপুটি গভর্নরদের অফিস ছাড়তে বাধ্য করেছেন৷ বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান পদত্যাগ করেন এবং দুই ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম পদত্যাগের সিদ্ধান্ত নেন৷ ব্যাংকিং উপদেষ্টা মো. আবু ফরাহ নাসেরও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে চুক্তিভিত্তিক দায়িত্বরত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। গভর্নর, ডেপুটি গভর্নর ও ব্যাংকিং উপদেষ্টা চুক্তিতে নিয়োগ করা হয়৷ এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার দ্বিতীয় দিনের মতো অফিসে আসেননি৷