সংখ্যালঘু না ভেবে আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশী -মিয়া গোলাম পরওয়ার

প্রকাশঃ ২০২৪-০৮-১৪ - ২০:৩১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ জাতায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই। সংখ্যার ভিত্তিতে নয়, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই মানুষ, এটাই পরিচয়। মহান স্বাধীনতার চেত ফ্যাসিবাদ আওয়ামী সরকার গত পনের বছর জনগনের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে হত্যা, গুম, খুন, হামলা, মামলা ও লুটতারাজের রাজত্ব কায়েম করেছিল। তারাই হিন্দুদের ঘের, জমি, বাগান দখল করে অন্যদের পরে দায় চাপিয়েছিল। স্বাধীন গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে নির্মূল করতে জামায়াতে ইসলামীকে কথা বলতে বা রাস্তায় নামতে না দিয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

বুধবার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত ও উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখা সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে ও অনুপম মিত্রের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ আবুল কালাম আজাদ, খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমির মাওঃ ইমরান হুসাইন, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, শেখ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আজম হাদি, অধ্যক্ষ সমীর কুমার ব্র²। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সনজিৎ বসু, রনজিত কুমার বোস, প্রশান্ত রায়, সঞ্জয় দত্ত, দিপ্তী রানী দত্ত, বিশ^নাথ কুন্ডু, বাসুদেব শীল, জামায়াত নেতা মাওঃ সাইফুল হাসান খান, আলী আকবর মোড়ল, আবুল হোসেন মোড়ল, মাওঃ ওবায়দুল্লাহ প্রমুখ।

সভায় সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন. হিন্দুদের উপর নির্যাতন, বাড়ি ভাংচুর, প্রতিমা ভাংচুর ঘটনা নিজেরা ঘটিয়ে জামায়াতের উপর চাপিয়ে দিয়ে অপপ্রচার চালানো হয়। অন্যদিকে হিন্দু মানেই আওয়ামীলীগ, হিন্দু মানেই নৌকা প্রতীক, হিন্দু মানেই আওয়ামীলীগ ভোটার বলে অপপ্রচার করা হয়। এই অপপ্রচার থেকে বেরিয়ে এসে জণকল্যাণে সকলে মিলে দেশ গঠনে এক যোগে কাজ করতে হবে। এর পূর্বে দীর্ঘ ১৫ বছর পর তিনি ফুলতলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথ সভায় প্রধান অতিথির বত্তৃতা করেন। পরে তিনি জামিরা, শাহাপুর ও চুকনগরের পথ সভার উদ্দেশ্যে মটর শোভাযাত্রা সহকারে যাত্রা করেন।