ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেনছেন, ধর্মীয় সংখ্যালঘু বলে কোন শব্দ সংবিধানে নেই। আমরা মানুষ, আমাদের পরিচয় বাংলাদেশী। কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে বা হিংসা প্রতিহিংসা শেখায় না। এ রকম যদি কেউ করে, তাহলে সেটা কোন ধর্মই না। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকলের জান মাল এবং সামাজিক নিরাপত্তা রক্ষাত্রে আসন্ন দূর্গা পূজার আগেই প্রতিটি এলাকায় হিন্দু-মুসলিম সমন্বয়ে “সম্প্রীতি” কমিটি গঠন করতে হবে।
রোববার সকাল সাড়ে ১০ টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সনাতন ধর্মাম্বলীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিষদের ফুলতলা উপজেলা শাখা সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে ও অনুপম মিত্রের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্র², জামায়াতের খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আজম হাদি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা প্রভাষক মোঃ আলিম শেখ, শেখ সিরাজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, আনন্দ কুমার স্বর, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, রনজিত কুমার বোস, শিক্ষক গোবিন্দ কুমার নাগ, সঞ্জয় দত্ত, দিপ্তী রানী দত্ত, বিশ^নাথ কুন্ডু, বাসুদেব শীল, জামায়াত নেতা মাওঃ সাইফুল হাসান খান, আলী আকবর মোড়ল, আবুল হোসেন মোড়ল, মাওঃ ওবায়দুল্লাহ প্রমুখ।