তেরখাদা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি পরিবারের পক্ষ থেকে খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রামের বিভিন্ন স্থানে বন্যা কবলিত অসহায় পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইয়াংস্টার কমিউনিটির পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষের চলমান সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হয়। সংগঠনের সভাপতি বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, অল্প দিনের মধ্যে সকল হতাশা কেটে গিয়ে আলোর মুখ দেখতে পাবেন। গতকাল(রবিবার) বানভাসীদের সহায়তা কাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিমন লস্কর, মোঃ ইকরাম মোল্যা, পিয়াল মুন্সী, কাজী নুরনবী, মোঃ আলিমুল ইসলাম, মোঃ আরিফ, মোঃ হাসিবুর রহমান, সজল, মোঃ ফারুক, মোঃ ইস্রাফিল, মোঃ মাজহারুল , মোঃ রেজা লস্কর, মোঃ শাওন, মোঃ আরমান, নিশান, মোঃ রাসেল ও আকাশ প্রমুখ। এ দিনে তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি’র উদ্যোগে পর্যাপ্ত খাবার সামগ্রী বিতরণ করা হয়। প্রকাশ থাকে যে, তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি’র সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিগত ৭ বছর ধরে দুর্গত মানুষের পাশে দাড়িয়ে সুষম সেবা প্রদান করে আসছে। সংগঠনটি তেরখাদা ও তেরখাদার বাইরে দুর্যোগকালীন সময়ে এসব সেবামূলক মহতী উদ্যোগ গ্রহণ করে থাকে।