ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বৈষম্য দুরীকরণে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ণ বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক বিমান নন্দী, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিএম ইউনুচ আলী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মাদ্রাসা প্রভাষক আঃ আলিম মোল্যা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। প্রধান শিক্ষক এসএমএ হালিমের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মোশারফ হোসেন, প্রশান্ত রায়, আঃ হাই গাজী, পরিতোষ মন্ডল, মহাসিন বিশ্বাস, সুপার শাহজাহান হুসাইন, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল হক, শিক্ষক ফিরোজ মোড়ল, আজাদ হোসেন গাজী, মাসুমা সুলতানা প্রমুখ। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।