পাইকগাছা প্রতিনিধি : শেষ পর্যন্ত পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবের হস্তক্ষেপে সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামে ঘেরা-বেড়ায় আটকে পড়া তপন মন্ডলের অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। ভিটে বাড়ীর জমি নিয়ে স্থানীয় রনজিত কুমার মন্ডল ও প্রতিবেশি তপন মন্ডলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মারপিটের ঘটনা ও পাল্টা পাল্টি মামলায় জড়িয়ে দুটি পরিবারের বিরোধ সম্প্রতি চরম আকারে পৌছানোর পর রনজিত কুমার মন্ডল ছেলে স্বপন মন্ডল বিক্ষুব্দ হয়ে ঘেরা-বেড়া দিয়ে দীর্ঘ কালের চলাচল পথ বন্ধ করলে তপনের পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে বেকায়দায় পড়ে। এ ঘটনায় তপনের পরিবার মানবিক বিবেচনায় প্রশাসনসহ সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করলে তা বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশেষ করে ক্ষমতাসীনরা বিরোধ নিস্পত্তি ও ঘেরা-বেড়ায় আটকে পড়া তপনের পরিবারের মুক্ত করতে ইতিবাচক ভুমিকা রাখতে সামর্থ হননি। শেষ পর্যন্ত অপেক্ষার পালা শেষে ওসির হস্তক্ষেপে ঘেরা-বেড়া মুক্ত করে তপনের পূর্বের যাতায়াতের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। এ ঘটনা জানাজানির পর এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এ থানায় যোগদানের পর মানবিক বিবেচনায় তিনি হরিঢালীর কর্মকারপাড়া, কপিলমুনির মালোপাড়া ও সর্বশেষ দীঘার তপন মন্ডলের পরিবারকে অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করেন এবং এর পিছনে সাংবাদিকদের সাহসী ভুমিকাসহ সর্বশেষ ঘটনায় মামলা তদন্ত কর্মকর্তা এসআই লিটন বিশ্বাসের অবদানের কথা উল্লেখ করেন।