দাকোপ (খুলনা) প্রতিনিধি : জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে খুলনার দাকোপে ১৬জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এবং ২০২৪-২০২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ সহায়তা হিসেবে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি অসিত কুমার সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাবেক সভাপতি শিপন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সদস্য সচিব আল-আমীন সানা, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, কনিকা গোলদার প্রমুখ।