দিঘলিয়ায় পূজামন্ডপ পরিদর্শনে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন

প্রকাশঃ ২০২৪-১০-০৭ - ১৬:৫৫

দিঘলিয়া : সোমবার ৭ই অক্টোবর দুপুর ১২ টার সময় দিঘলিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসবকে সামনে নিয়ে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি, বিএন( পিনং ১২৭০) পূজামন্ডপগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আসেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল(এক্স), বিএন (পি ৩৮১১), সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,মনিরুজ্জামান, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রথমে তিনি দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে ল্যাফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন(পি নং ২৬৫০) কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া দিঘলিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান, ইউনিয়নগুলোর পূজামন্ডব সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডবগুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলোর বর্ণনা দেন। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামন্ডপে নিয়োজিত আনসার কমান্ডার আবু দাউদ ও তার টিমকে সজাগ দৃষ্টিতে সার্বক্ষণিক পালাক্রমে দিবারাতে পাহারা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। তিনি পূজামন্ডব কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসারদের সাথে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ডিউটি পালনের পরামর্শ দেন। এ সময় তিনি সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা সেট করা নিশ্চিত করেন। এ সময় তিনি সার্বক্ষণিক যৌথবাহিনীর টহল টিমের মুভমেন্ট অব্যাহত থাকবে বলে জানান।
পরে তিনি দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব চলাকালীন দিনগুলোতে গৃহীত পদক্ষেপগুলোর ব্রীফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।