ডুমুরিয়ায় দুর্বৃত্তের ক্ষূরাকাঘাতে ঘের ব্যবসায়ী জখম

প্রকাশঃ ২০২৪-১০-১৭ - ১৭:৪০

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় দিনে দুপুরে বুকে পিঠে দুর্বৃত্তের একাধিক ধারালো ক্ষুরের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে শামীম হাসান মুকুল (৫১) নামে এক ঘের ব্যবসায়ী। সে গুটুদিয়া গ্রামের মৃত মহলাইল সরদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুটুদিয়া গাজীর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুকুল ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
লিখিত এজাহার ও আহত মুকুলের বড় ভাই সেলিম সরদার জানান, উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভেলকামারি বিলে তাদের নিজস্ব দুই বিঘা জমিতে মৎস্য ঘের করে মাছ চাষ করে আসছে। সম্প্রতি ওই ঘের জবর দখল করতে স্থানীয় ম‌ঈনুল শেখ, মানিক মোড়ল ও রবিউল বিশ্বাস নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে তারা ও‌ই মৎস্য ঘেরে জোর পূর্বক মাছ ধরতে যায়। এ সময় বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতণ্ডা হয়। এরপর ছোট ভাই মুকুল ঘের থেকে বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ঝাপটে ধরে বুকে ও পিঠে শরীরের একাধিক স্থানে ক্ষুরাকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে থানা পুলিশের ওসি তদন্ত মোঃ শাহিনুর রহমান বলেন, লিখিত এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।