বরিশাল : বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৬০ জন ব্যক্তি হাসপতালে চিকিৎসাধীন এবং এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ বছর মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ২৯ জন। এছাড়া, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ৮৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বড় বালিয়াতলী এলাকার নুর আলম (৬০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, চলতি বছরের ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫২৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং ২৯ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জন, বরগুনা ২ জন, পিরোজপুর ২ জন, পটুয়াখালী ২ জন এবং ভোলায় ১ জনকরে মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গুজ্বর প্রতিরোধে কার্যকর ভূমিকা লক্ষ করা যাচ্ছে না। বরিশাল সিটি করপোরেশনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে সক্রিয় অবস্থানে থাকলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারতো।