ফুলতলায় লায়ন ফারিহা উইমেন সেন্টারে ডিস্ট্রিক্ট গভর্নরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

প্রকাশঃ ২০২৪-১১-২৪ - ১৫:৩৮

ফুলতলা (খুলনা) অফিস// ফুলতলা উপজেলার প্রত্যন্ত এলাকার নারী ও যুবসমাজকে কর্মভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে পায়গ্রাম কসবা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)

খুলনার পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর আওতাধীন একটি সংগঠন, এই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ) থেকে অনুদান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই অনুদান পেয়ে ক্লাবটি তাদের প্রকল্প, লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষম হয়েছে।

কনিবার দিনব্যাপী ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া, এমজেএফ এবং ডিস্ট্রিক্টের সম্মানিত লায়ন্সদের একটি প্রতিনিধি দল পায়গ্রাম কসবা লায়নস ক্লাবের আমন্ত্রণে উন্নয়ন প্রকল্পটি পরিদর্শনে আসেন। এই পরিদর্শনে সার্বিকভাবে সহযোগিতা করেন পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব, এমজেএফ।

পরিদর্শনকালে লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টারের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং ডিস্ট্রিক্টের প্রতিনিধিবৃন্দ প্রশংসা ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত প্রতিনিধিগণ ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন যে, এ ধরনের প্রকল্প গ্রামীণ সমাজের নারী ও যুব সমাজকে ক্ষমতায়নে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।

এই উপলক্ষে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান বলেন, এই অনুদান আমাদের জন্য বড় প্রাপ্তি এবং এটি আমাদের সেন্টারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা ডিস্ট্রিক্টের সহযোগিতায় ভবিষ্যতে আরও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর জেলা গভর্নর, লায়ন ইঞ্জিনিয়ার মো: সেলিম মিয়া এমযেএফ, আইপিডিজি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমযেএফ, জেলা লায়ন্স ক্লাব ৩১৫এ১ এর প্রথম ভাইস জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, ২য় ভাইস জেলা গভর্নর নওজাত সারাওয়ার ইসলাম এমযেএফ, জেলা কমিটি ৩১৫এ১ এর চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পিইএসজি. পিএমযেএফ ও পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সরকার নুমায়ন খালেদ, মুক্তা জামান রাখি, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহিম মাহফুজ, ছাড়াও আরও অন্যান্য লায়ন্স ক্লাবের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন, যারা এই উদ্ভাবনী প্রকল্প ও ক্লাবের প্রচেষ্টার প্রশংসা করেন।