ফুলতলার গাড়াখোলা স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৪-১২-০৭ - ১৮:৪৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ও বাংলাদেশ উৎসব অনুষ্ঠান পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার বিকালে গাড়াখোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী বাহালুল হাসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হোসেন পারভেজ, দামোদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল হোসেন ভুইয়া ও সদস্য সচিব মোতাহার হোসেন কিরণ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ ইকবাল খাঁ, হাবিবুর রহমান সরদার, আবুল হোসেন মোল্যা, আব্বাস মোল্যা, মোঃ ফিরোজ হোসেন মোড়ল,  মোঃ মনিরুল শেখ, রেজাউল সরদার প্রমুখ। সভায় নব নির্বাচিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দদের পরিচয় করিয়ে দেয়া হয়।