ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার ৮ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার বিকালে অনুষ্ঠিত হয়। মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৫৫পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জিএম ইমদাদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল লেঃ কর্ণেল শফিকুল হক পিএসসি, মেজর জিয়া, মেজর আফসারী, মেজর সিমজনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ক্যাডেট (বালক) এ খানজাহানআলী হাউজ ও ক্যাডেট (বালিকা) এ ড. নীলিমা হাউজ চ্যাম্পিয়ন হয়।