দাকোপে ব্র্যাকের প্রকল্প সমাপনী সভা

প্রকাশঃ ২০২৫-০১-১৯ - ২১:৫০

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা চালনা বাজার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচীর সামগ্রিক কর্মকান্ড, বাজারে নারী বান্ধব পরিবেশ রক্ষার্থে বাজার কমিটির ভূমিকা, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা জলবায়ু পরিবর্তনে প্রকল্পটির ভূমিকার বিষয়টি তুলে ধরে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সমাপনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। আলোচনা করেন চালনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বাজার কমিটির সহসভাপতি আলম মোল্যা, উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি কামরুল ইসলামসহ বাজার কমিটি, প্রশিক্ষক এবং প্রশিক্ষন গ্রহনকারীগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের কর্মসূচী সংগঠক আনোয়ারুল ইসলাম।