ফুলতলায় ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২৫-০১-১৯ - ২৩:১২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় নতুন ভোটার হালনাগাদ বিষয়ক এক মতবিনিময় সভা রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ এস এম এ দাউদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ মোঃ আসলাম খান, একাডেমিক সুপার ভাইজার ফারজানা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মোশারফ হোসেন মোড়ল, মুহতামিম হাফেজ মোঃ ইব্রাহীম, প্রভাষক গাজী এনামুল হক ফারুক, জাকির হোসেন, আঃ হাই গাজী, রুমা ইয়াসমিন, উত্তম কুমার নন্দী প্রমুখ। আজ (২০ জানুয়ারী) থেকে আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের সকল ওয়ার্ডে ভোটার হালনাগাদকরণ চলবে। আগামী ১৭ মার্চ থেকে ১৩ দিন ছবি তোলা হবে। যাদের বয়স ০১ জানুয়ারী ২০০৮ এর পূর্বে তারা তালিকাভুক্ত এবং মৃত ব্যক্তিদেরকে তালিকা থেকে বাদ দেয়া এবং নিজে উপস্থিত হয়ে ভোটার তালিকা স্থানান্তর করা যাবে।