ডুমুরিয়া, খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস চালক মফিজুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগর বটতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার মধুমোল্লারডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ১০টার দিকে একটি ভ্যান স্থানীয় কাঁঠালতলা থেকে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঘটনা পৌছুলে বিপরীত দিক আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী (খুলনা মেট্রো-জ-১১-০০৭৬) নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সাজোর ধাক্কা দেয়। এসময় ভ্যানটি দুমড়েমুচড়ে ভেঙেচুরে রাস্তার ছিটকে পড়ে। বাসটি ও রাস্তার পাশে পাল্টি দিয়ে খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক মুজিবার রহমান গাজী (৬০) বাসের যাত্রী মফিজুল ইসলাম সহ ৭ জন গুরতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরতর আহত মফিজুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া অজ্ঞাত নামা আহত আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।