কয়রায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশঃ ২০২৫-০১-২২ - ১৯:৫৫

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল বেলা ১১ টায় জাগরনী চক্র ফাউন্ডেশনের কয়রা অফিসে এ সকল কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, জাগরনী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরার জোনাল ম্যানেজার মোঃ আজাদুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, জাগরনী চক্র ফাউন্ডেশনের কয়রা শাখার ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।