দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষ

প্রকাশঃ ২০২৫-০১-২৩ - ১৯:৪৩

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন গুচ্ছগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারী রাত আনু: ৮ ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কাঁটাবন বটতলা এলাকায় স্থানীয় চাঁদাবাজ ইয়াদ গাছির পুএ মন্টু গাছি, ও গোলাম হোসেনের পুএ সরফরাজ হোসেন দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। তার জের ধরে আজ ২৩ জানুয়ারী সকাল আনু: সাড়ে ৭ ঘটিকায় চন্দনীমহল কাঁটাবনের নারদের দোকানের সামনে নুরুদ্দিন(৩৫) সরফরাজ(৪৫),বাবর আলী(৫০) সর্ব পিতা গোলাম শেখ,সাং চন্দনিমহল, থানা দিঘলিয়া, খুলনাগণ একত্রে মিলে প্রতিপক্ষ মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫),পিতা ইয়াদ আলী শেখ,সাং চন্দনীমহল,থানা দিঘলিয়া,খুলনাকে মারপিট করে তার দুই চোখ তুলে ফেলার জন্য জখম করে।

তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি থমথমে।