দাকোপ (খুলনা)প্রতিনিধিঃ খুলনার দাকোপে ৩জনকে আটক করেেেছ কোস্টগার্ড। আটককৃতদের তথ্যমতে আগ্নেয়অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান পরিচালনাকারী কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন নলিয়ান আউটপোস্টের সদস্যরা রবিবার ভোর ৫ টায় দাকোপ উপজেলার কালীনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় কালীনগর এলাকার ইয়াসিন মোল্যা (৪০), সোহরাব সানা (৬০) এবং সিরাজুল সানা (৩০) কে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে কামারখোলা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের
প্লাস্টিকের বস্তায় হতে ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি অন্যান্য অস্ত্র উদ্ধার হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত সন্ত্রাসীরা ওই অস্ত্র ব্যবহার করে স্থানীয় মাছের ঘের দখলসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করার কথা জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নিকট এ বিষয়ে জানতে চাইলে বলেন, কোস্টগার্ড এখনো পর্যন্ত তাদেরকে থানায় হস্তান্তর করেনি। ফলে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব না। উল্লেখ্য গ্রেফতারকৃতরা স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য বলে জানা যায়।