ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের পাশে কালভার্ট বন্ধ করে প্রেস ক্লাবের সাইনবোর্ড টানিয়ে সরকারি জায়গা দখলে নিয়েছে আওয়ামী ফ্যাসিষ্ট নেতা এস এম মোস্তাফিজুর রহমান। ফলে একদিকে স্কুলের মেয়েদের শ্লীলতা রক্ষা হুমকির মুখে অন্যদিকে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টটি বন্ধ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সরকারি জায়গা দখলের প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত ফ্যাসিবাদি সরকারের আমলে খুলনা যশোর মহাসড়ক সংলগ্ন ফুলতলা বাজারের অদূরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ঘেষে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ নেতা এস এম মোস্তাফিজুর রহমান প্রেস ক্লাবের নামে একটি বহুতল ভবন নির্মানের কাজ শুরু করেন। ফুলতলার উত্তর আলকা ও তাজপুর গ্রামের পানি নিষ্কাশনের জন্য নির্মিত একমাত্র কালভার্টটি ভরাট হয়ে করায় জলাবন্ধতার সৃষ্টি হয়। আবার স্কুল ভবন সংলগ্ন ক্লাব ভবন নির্মান করায় মাদকসেবিসহ উঠতি বয়সী রোমিওদের উৎপাত বেড়ে যাওয়ায় ছাত্রীদের শ্লীলতা রক্ষা ভার। এ অবস্থায় সুশীল সমাজ ও এলাকাবাসি নির্মানাধীন ওই ভবন অবসরণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করে। এরই প্রেক্ষিতে প্রশাসনের উর্ধ্বতন মহলের নির্দেশে কথিত প্রেস ক্লাব ভবনের নির্মান কাজ বন্ধ করে দেয়। উল্লেখ থাকে যে, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে কথিত সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান সরকারি জায়গায় প্রেস ক্লাবের সাইনবোর্ড দেখিয়ে ইতোপূর্বে খুলনা জেলা পরিষদ, ফুলতলা উপজেলা পরিষদ, স্থানীয় সাবেক সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের নগদ অর্থ, টিআর ও কাবিখা এবং কাবিটা বাগিয়ে নেয়। তবে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর ফ্যাসিষ্ট বিরোধী এক কর্মীর ঘাড়ে সওয়ার হয়ে কথিত প্রেস ক্লাব ভবনের নির্মান কাজ বন্ধ থাকলেও হঠাৎ করে সোমবার দুপুরে তার নিজস্ব সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে নির্মানাধীন ওই ভবনের ১২ ফুটের বিশাল সাইনবোর্ড টানিয়ে দেয়।
এলাকাবাসি প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়। এ ব্যাপারে ইউএনও তাসনীম জাহান এলাকাবাসির অভিযোগের কথা স্বীকার করে বলেন, সরকারি জায়গা দখল করে ক্লাব ভবন নির্মানের বিষয়টি বন্ধের জন্য সহকারী কমিশনার (ভ‚মি) কে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক ও ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে কালভার্ট বন্ধ করে ওয়াল ঘেষে কথিত প্রেস ক্লাব ভবন নির্মানের প্রতিবাদ জানিয়ে বলেন, সম্মিলিতভাবে দখলবাজির বিরুদ্ধে সরকারের উচ্চ মহলকে অবহিত করতে হবে। ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা বলেন, আওয়ামীলীগ আমলে অবৈধভাবে নির্মিত ক্লাব ভবনটি এলাকাবাসির সহযোগিতায় উচ্ছেদ করা হবে। স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক মিতুল বলেন, বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় ক্লাব নির্র্মানে কমলমতি শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগবে।