ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে স্থানীয় ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। বিশেষ অতিথি ছিলেন ওসি মনিরুজ্জামান খান। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, প্রশান্ত কুমার রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল, মোঃ আশরাফ হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ হারুনার রশিদ, মাসুমা সুলতানা, রতন বিশ্বাস, তপন রায়, আল মামুন মোগল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।