দাকোপ প্রেসক্লাবের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়

প্রকাশঃ ২০২৫-০২-০৫ - ২১:০৩

দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ দাকোপ প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাকোপ শাখা মত বিনিময় সভা করেছেন। বুধবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় দাকোপের অনিয়ম দূর্ণীতি প্রতিরোধ এবং বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের যে কোন ধরনের অপতৎপরতা রুখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাকোপ প্রেসক্লাবের সহায়তা কামনা করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সংগঠক খালিদ ফয়সাল, জেলা সংগঠক রাহাত সরদার, দাকোপ উপজেলা সংগঠক মিলকান হোসেন কথা বলেন। মত বিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রেসক্লাবের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ঘোষ, সাংবাদিক জি এম আজম, জাহিদুর রহমান সোহাগ, পারুল বেগম, মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।