বটিয়াঘাটায় পূবালী ব্যাংকের কইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

প্রকাশঃ ২০২৫-০২-০৯ - ১৩:৪১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা পূবালী ব্যাংক পিএলসি শাখার বর্ণাঢ্য আয়োজনে কল্যণীমুখী ও শরীয়া ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংকিং কর্ণারের শুভ উদ্বোধন রবিবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয় পূবালী ব্যাংকের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা শাখার ব্যবস্থাপক কে ,এম, আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন,পূবালী ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও ব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা । চালনা উপ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক পরিতোষ কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা যথাক্রমে, আদিত্য রঞ্জন দেবনাথ, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান,রেজানুল ইসলাম, শেখ সেলিম, গ্ৰাহক যথাক্রমে কামরুল ইসলাম, নজরুল ইসলাম খান, মোঃ লুৎফর রহমান, মোঃ আমীন উদ্দিন গাজী, ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম,নিত্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।