খুলনায় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ ২০২৫-০২-১৫ - ১৬:২১

ডেস্ক নিউজ : খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে রহিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (৪২) পিরোজপুরের মঠবাড়ীর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। খুলনার খালিশপুর আলমনগর এলাকার ঝুপড়িতে বসবাস করতে রহিমা বেগম।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির উল গীয়াস জানান, রহিমা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। শবে বরাতের রাতে খুলনা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন বলে জানতে পেরেছি। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, সে কারণে মৃত্যু হতে পারে।
মৃত রহিমা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানান, রহিমা শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যা ছিল। একারণে মারা গেছে। আমি গরীব মানুষ চিকিৎসার টাকা দিতে পারতাম বলে সে ভিক্ষা করতো।