রূপসা প্রতিনিধি : রূপসা থানার কিসমত খুলনা ক্যাম্প পুলিশ দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে। ১৯ ফেব্রুয়ারি রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় টহল ডিউটি করাকালীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১ টি লোহার হাসুয়া, ১ টি লোহার প্লাচ, ১ টি ছোরা, ১ রাবারের টিউব, ১ ছেনি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি কাপড়ের ব্যাগ ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোহেল শেখসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। কিন্তু কিসমত খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ মোঃ সোহেল শেখকে গ্রেফতার করে। এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।