খুলনা অফিসঃ খুলনা নগরীর সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজার সংলগ্ন এলাকায় জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে মোঃ মনিরুজ্জামান ওরফে কালা মনিরসহ ৩০ জনকে আটক করে র্যাব। গ্রেফতারকৃত মনিরুজ্জামান ওরফে কালা মনির সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজার মালিক সমিতি ও নগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। এসময় ওই আসর থেকে জুয়া খেলার দেড়শ পিস তাসের সেট, তিনটি বিদেশি মদের বোতল, জুয়ার টাকা তোলার তিনটি বাক্স ও নগদ ৪৮ হাজার ৬৩৪ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১১টা থে কে একটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। রাতেই গ্রেফতারকৃতদের সোনাডাঙ্গা মডেল থানায় সোপর্দ করে র্যাব। অভিযানে র্যাবের এডজু ডেন্ট উৎপল, ডিএ ডি জিয়াউল হক, এসআই ম হিবুল্লাহ, আব্দুর রহমানসহ ২৫/৩০ জ ন উপ স্থিত ছি লেন। র্যাব-৬ এর পরিচালক ও এডিশনাল ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান, জুয়াসহ অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধ আমাদের নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে নগরীর সোনাডাঙ্গাস্থ কে সি সি পাইকারি কাঁচাবাজার সংলগ্ন তিনটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় ওইসব জুয়ার আসরের নিয়ন্ত্রণকারী মনিরুজ্জামান ওরফে কালা ম নির সহ ৩০ জন কে আটক করা হয়। সোনাডাঙ্গা ম ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, মঙ্গলবার রাতে র্যাবের অভিযান শেষে কালা মনিরসহ ৩০ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো মৃত মান্দার সরদারের পুত্র মোঃ সোবহান সরদার (৫৩), মোঃ মোদাচ্ছের আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন (৩৫), মৃত নওশের আলীর পুত্র মোঃ তরিকুল ইসলাম (৩০), মৃত নেছার উদ্দিনের পুত্র শফিকুল গাজী (৪৫), মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ জাকির হোসেন (৩৪), মোঃ আলমগীরের পুত্র মোঃ রাজু (২০), বঙ্কিম বিহারীর পুত্র কঙ্কন বালা (২২), মোঃ আঃ হাকিমের পুত্র মোঃ মিজান (২৬), খান মোহাম্মদ আলীর পুত্র সাইফুল ইসলাম (৪৪), মোঃ জলিলের পুত্র রবিউল খন্দকার (৩০), মৃত কার্তিম মন্ডলের পুত্র তাপস কুমার মন্ডল (৪০), মোঃ ইউনুস আলীর পুত্র মোঃ ইদ্রিস আলী (১৯), মৃত আঃ হালিমের পুত্র আতিয়ার শেখ (৩৫), মোঃ আরশাদের পুত্র মোহম্মদ আলী (৪৫), মোঃ ওলিউল্লাহ শেখের পুত্র মোঃ নাঈম শেখ (৩১), মৃত মানিক সানার পুত্র মোঃ আব্দুল গনি (৫৫), মৃত নুর ইসলামের পুত্র মোঃ মাহরুফ বিল্লাহ, মৃত আব্দুল কাদের শেখের পুত্র মোঃ মহিদ শেখ (৩৫), মোঃ সাত্তার খাঁ’র পুত্র মোঃ মিজানুর রহমান (৩৯), মৃত আব্দুল মোতালেবের পুত্র মোঃ বুলবুল শাহ (৩৪), মোঃ নজরুল ইসলামের পুত্র শাহীন গাজী (৩১), মৃত দেলোয়ার হাওলাদারের পুত্র মোঃ পলাশ (৩৮), মৃত আব্দুল আজিজের পুত্র আসাদুজ্জামান (৪৩), মৃত মোকছেদ আলীর পুত্র আবু বকর (২৬), মোঃ আবু আল শেখের পুত্র মোঃ হাসান শেখ, মৃত আলতাফ সরদারের পুত্র মোঃ মানিক সরদার (৩০), মৃত আব্বাস সরদারের পুত্র মোঃ আব্দুল রাজ্জাক সরদার (৪০), মোঃ জালাল শিকদারের পুত্র মোঃ সাজ্জাদ শিকদার (২৩), সুরেন্দ্র নাথ সাহার পুত্র দীপক কুমার সাহা (২৮)।