বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার জলমা ইউনিয়নে দারোগাভিটা এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজীব টিকাদার (৩০) নামে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সোয়া ১২টার দিকে। ওই এলাকার চক্রাখালী গ্রামের পরিমল টিকাদার’র পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, রাজীব তার স্ত্রী ও মায়ের উপর অভিমান করে বেলা সোয়া ১২ টার দিকে পৌঁছায়। অতপরঃ দারোগাভিটা সংলগ্ন ট্রেন লাইনের উপর দিয়ে সে হাঁটাহাটি ও চলাচল করছিলো। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনটি দারোগাভিটা এলাকায় পৌঁছালে রাজীব ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে। এসময় ট্রেনটি তার মাথা ক্ষতবিক্ষত করে পায়ের ৪টি আঙ্গুল কেঁটে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।