খুলনা অফিস// ফুলতলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে থানা পুলিশ দুই নারীসহ হাই স্কুলের ল্যাব সহকারীকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো ফুলতলার দামোদর হাই স্কুলের ল্যাব সহকারী ও মশিয়ালী গ্রামের সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ ফয়সাল আহমেদ (৩৬), অভয়নগরের পাইকপাড়া গ্রামের রাজু গাজীর স্ত্রী মোসাঃ জান্নাতি (২৪) ও নড়াইল নড়াগাতির কলাবাড়িয়া গ্রামের রাজিবুল হকের স্ত্রী সায়মা আক্তার সুমী (৩৮)। আলোচিত ওই নারী ফুলতলার জামিরা সড়কের চাঁদসী ক্ষত চিকিৎসক জয়দেব সরকারের আলকা গ্রামস্থ (গালর্স স্কুলের পশ্চিম পার্শ্বে) বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও এলাকাবাসি জানায়, জান্নাতি আক্তার জয়দেব ডাক্তারের বাড়ি ভাড়া নিয়ে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। রোববার রাত আনুমানিক ৮টায় সায়মা আক্তার সুমী সাথে দামোদর হাই স্কুলের ল্যাব সহকারী সৈয়দ ফয়সাল আহমেদ চুক্তি মোতাবেক জান্নাতির ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়। এলাকাবাসি বিষয়টি টের পেয়ে তাদেরকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনতে আটক করে। খবর পেয়ে ফুলতলা থানার এসআই মোঃ কবির ঘটনাস্থলে গিয়ে ফয়সাল, জান্নাতি ও সুমীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপরদিকে বাড়ির মালিক চাঁদসী ক্ষত চিকিৎসক জয়দেব তার সহযোগি অপর দুই ফ্যাসিস্ট সাংবাদিককে নিয়ে গ্রেফতারকৃতদের ছাড়ানোর জন্য জোর তদবীর শুরু করে। তবে ওসি মোঃ মনিরুজ্জামান খান অসামাজিক কার্যকলাপ বিরোধী শক্ত অবস্থানে থাকায় ফ্যাসিস্টের তদবীর ভেস্তে যায়। সোমবার সকালে তাদেরকে নন এফআইআর প্রসিকিউশন (৭, তারিখ-১০/০৩/২৫) আদালতে সোপর্দ করে।