ফুলতলায় কিশোর রোবোটিক বয় রাকিবকে ইউএনও কম্পিউটার প্রদান

প্রকাশঃ ২০২৫-০৩-২৪ - ২০:০৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// রোবোটিক বয় স্কুল ছাত্র কিশোর মোঃ রাকিব ভূঁইয়াকে তার সাফল্যের স্বীকৃতি ও সহযোগিতা স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও তাসনীম জাহান সোমবার দুপুরে ইউএনও’র সভা কক্ষে তাকে এক লাখ পনেরো হাজার টাকা মূল্যের থ্রিডি প্রিন্টার্স ও ডিজিটাল ম্যাগট্যাব প্রদান করেন। এছাড়া এনজিও সমন্বয়ে ফোরামের পক্ষ থেকে নগদ ২২ হাজার ৫০০ টাকা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম, সহকারি প্রোগ্রামার অজয় পাল, পি আই ও শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য শেখ আব্দুল সালাম, এনজিও ফোরামের মারিয়া আক্তার মেরি, ফৌজিয়া জেসমিন রিনা, বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।