ফুলতলার দামোদর ভুঁইয়া পাড়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশঃ ২০২৫-০৩-২৫ - ২০:০৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা সুপারেক্স লেদার এবং সুপার জুট মিলস্ এর ডাইরেক্টর আব্দুল করিম ভুঁইয়া পরিচালনায় দামোদর ভুঁইয়া পাড়ার আয়োজনে মঙ্গলবার বিকালে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সুপার ওয়েল মিল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ জিল্লাল হোসেন, ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান, আইয়ার জুট মিলের পরিচালক শিল্পপতি জহির উদ্দিন ভুঁইয়া রাজীব ও তাজ উদ্দিন ভুঁইয়া সজীব, শিল্পপতি আলহাজ্ব ইমামুল হক ভুঁইয়া, শিল্পপতি হুমায়ুন আহমেদ ভুঁইয়া, কামরান আহমেদ ভুঁইয়া, সানশাদ ভুঁইয়া, কায়েস আহমেদ, বিএনপি নেতা জামাল হোসেন ভুঁইয়া, যুব দলের যুগ্ন আহবায়ক শাহীন আজাদ, রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি সদস্য তৈয়েবুর রহমান লিটন, মঈনুল ভুঁইয়া, কচি ভুঁইয়া, শফিকুল ইসলাম ভুঁইয়া, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, শিক্ষক অহিদুর রহমান মিলু, স্বাধীন ভুঁইয়া, আঃ কুদ্দুস মোল্যা, বিকু ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোঃ রেজোয়ান হোসেন । এর পূর্বে স্থানীয় শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।