ফুলতলার পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের কার্যনির্বাহী কমিটি অনুমোদন

প্রকাশঃ ২০২৫-০৪-০৮ - ১৯:৫৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার পায়গ্রাম কসবায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘ এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি খুলনা জেলা সমাজসেবা কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি কাজী মাসুদ পারভেজ, সহ-সভাপতি মোল্যা নাসিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোল্যা বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার শরিফুল ইসলাম, অফিস সম্পাদক কাজী শাহিন হোসেন, প্রচার সম্পাদক শেখ সোহেল হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী রিয়াদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মেহেদী হাসান, পাঠাগার সম্পাদক মোল্যা আল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হাসিবুর রহমান, কার্যকরী সদস্য সৈয়দ ইমদাদুল ইসলাম, শেখ নিয়ামুল হক, মোঃ আমিনুর বিশ্বাস। অনুমোদিক কমিটি আগামী দুই বছর বলোবদ থাকবে বলে খুলনা জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা স্বাক্ষরিত চিঠির মারফতে জানা যায়। উল্লেখ্যঃ প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৪ বছর নিবন্ধন কার্যক্রম বঞ্চিত থাকার পর আবারও নিবন্ধন ফিরে পেল।