ফুলতলা (খুলনা) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পিংকি সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কুমকুম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ মজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু ও মাওঃ সাইফুল হাসান খান। বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী দামোদর গ্রামের বেগম জাহানারা ভুঁইয়া, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে পঠিয়াবান্ধা গ্রামের কাকলী মন্ডল, সফল জননী ধোপখোলা গ্রামের আবেজান নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যোমী পিপরাইল গ্রামের উম্মে হাবিবা ও সমাজ উন্নয়নে দামোদর গ্রামের কোহিনুর জাহান।