ফুলতলায় গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০৭-২৩ - ২২:১৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরণ ৩য় পর্যায় প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা মঙ্গলবার বেলা ১১টায় (২২/০৭/২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সাবিনা খাতুনের পরিচালনায় সমন্বয় সভা উপস্থিত ছিলেন উপজেলার সকল হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।