ফুলতলায় উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশঃ ২০২৫-০৮-০৫ - ২৩:৩৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, কৃষি অফিসার আরিফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র মোজাহিদুল ইসলাম ও কাজী নিরব হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, আনন্দ কুমার স্বর প্রমুখ।