ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল ১০টায় সরকারি ফুলতলা মহিলা কলেজ চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার আয়োজিত সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি সরকারি মহিলা কলেজ হতে বের হয়ে ফুলতলা বাজারসহ বিভিন্ন স্থান হয়ে আবারও কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী শত শত নর-নারী ও সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অনুপম মিত্র এবং সঞ্চালনা করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রনজিৎ কুমার বোস বিশু। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, জামায়াতের নির্বাহী সদস্য শেখ মোঃ আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ফুলতলা সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল্য কুমার চক্রবর্তী, বিশ্বনাথ মন্ডল, অমরেন্দ্রনাথ সরকার, মনিন্দ্রনাথ মন্ডল, পরিমল বিশ্বাস, প্রনব বসু, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার উজ্জ্বল পাল, প্রভাষক সাগর দত্ত, প্রভাষক সাগর গোলদার, পিন্টু স্বর, বিকাশ বিশ্বাস, রসময় দাস, সরাজ কুন্ডু, পবিত্র সাহা, বিদ্যুৎ সুর, সুনন্দ কর, শিপপদ দাস, বৈদ্যনাথ দত্ত, উজ্জল কুমার মন্ডল, স্বপন কর, হিরো কর, মিত্যুন কর, রিপন বৈরাগী, শিমুল বৈরাগী, কল্যাণ কুন্ডু, রাজকুমার বিশ্বাস, মিন্টু সেন, রাম দত্ত, আপন রায়, শুভেন্দু দাস প্রমুখ। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গনে শ্রী শ্রী কৃষ্ণের পূজা, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।