দাকোপ প্রতিনিধিঃ দাকোপের তিলডাঙ্গা এলাকায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা এবং বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় মামলা দায়ের হযেছে।
থানায় দাখিলকৃত এজাহার এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের তিলডাঙ্গা গ্রামে প্রতিবেশী দু’পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। তারই ধারাবাহিকতায় গত ১৮ ই আগষ্ট সোমবার সকালে প্রতিপক্ষ গৌতম সরদার, অমল সরদার গংরা সুকুমার রায়দের ভোগ দখলে থাকা জমিতে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চাষাবাদ করতে যায়। এ সময় সুকুমার এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দেয়। এক পর্যায়ে দখলদার পক্ষের হামলায় সুজিত রায় গুরুত্বর জখম হয়, এবং সুকুমার রায় পক্ষের নারী পুরুষ মিলে সকল সদস্যরা কমবেশী আঘাতপ্রাপ্ত হয়। আহত সুজিত রায়কে তাৎক্ষনিক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং পরিবারের অন্যান্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনার পর গৌতম সরদার গংরা ক্ষিপ্ত হয়ে সুকুমার রায়ের বসত ঘরে অগ্নিসংযোগ করে। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে অনেকে ফেইজবুক লাইভে প্রচার করে। এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্ত ততক্ষনে অগ্নিকান্ডে অর্ধলক্ষ টাকা মূল্যের সম্পদ পুড়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় সুকুমার রায় বাদী হয়ে গৌতম সরদার গংদের ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে আসামী করে দাকোপ থানায় একটি মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং ৪। ধারা ১৪৩,৪৪৭,৩২৩,৪৩৬,৩৫৪,৪২৭ এবং পেনাল কোর্ড ৫০৬। ঘটনার পর থেকে আসামীরা পলাতক আছে। তবে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জি।