সুশীলনের প্রধান উপকুলবন্ধু নুরুজ্জামানকে সংবর্ধনা

প্রকাশঃ ২০২৫-০৮-২৪ - ২১:২৮

দাকোপ প্রতিনিধিঃ উপকুলবন্ধু হিসাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানকে বনজীবি সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুন্দরবন সুরক্ষা ও বনায়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেওয়া হয়। শ্যানগর মুন্সিগঞ্জ শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা ও বৃক্ষ বিতরন করা হয়। সাতক্ষিরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সুন্দরবন উপকুল রক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সুশীলনের উপ-নির্বাহী প্রধান মোঃ নাসিরুদ্দিন ফারুক। অনুষ্ঠানে গনমাধ্যম কর্মি, সুশীলনের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় ৫ শত বনজীবি সদস্যরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন পিপলস ফোরাম সভাপতি এবং সমাপনী বক্তৃতা করেন সিএমসি সভাপতি। অনুষ্ঠানে মুন্ডা সম্প্রদায়ের নান্দনিক বরন অনুষ্ঠান, সুশীলনের কালচারাল টিমের পরিবেশনায় মনোঙ্গ নাটক উপস্থাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন। অনুষ্ঠানে বনজীবি সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি উপকুলবন্ধু মোস্তফা নুরুজ্জামানকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।